কসবার ধামসারে পুকুর থেকে মৃত অবস্থায় শিশুর লাশ উদ্ধার

৭ মার্চ, ২০২০ : ৬:৩২ পূর্বাহ্ণ ৪৩২

কসবা।।
কসবা উপজেলার খাড়েরা ইউপির ধামসার গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র আজ সাকিব(১১)কে একটি পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। সকালে এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উল্লেখ্য যে, খাড়েরা ইউপিস্থ ধামসার একই গ্রামে গতকাল মহফিলে গেলে আর বাড়িতে ফেরৎ আসে নাই। তবে পরিবার ও এলাকাবাসি পক্ষ হতে মৃত্যুর কারন জানাতে পারে নাই। ধারনা করা হচ্ছে পুকুরের সাথে পাকা রাস্তা যেকোন অটোরিক্সা/সিএনজি উক্ত শিশুটিকে ধাক্কা দিলে পুকুর পাড়ে পরে তাঁর মৃত্যু হয়। শিশুটির মাথার ডান পাশে রক্তমাখা আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান। সে খাড়েরা সোনারগাঁও আলীম মাদ্রাসায় ৫ম শ্রেণীতে পড়ে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সততা স্বীকার করেছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com