
ব্রাক্ষনবাড়িয়া।।
মুক্তির মহামন্ত্রের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাটি ও মানুষের নেতা জেলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক, যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা জননেতা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমরা জাতির জনকের আহ্বানে ৭১ এর মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলাম। নতুন প্রজন্মের কাছে অনুরোধ থাকবে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা সবাই ঐক্যবন্ধভাবে কাজ করবো। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন ধর্ম নিরক্ষেপ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি সে আহ্বান থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশপাশি সরকারের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন