ভারতীয় নাগরিককে শরীরের তাপমাত্রা বেশি থাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে

১১ মার্চ, ২০২০ : ১০:৪৭ পূর্বাহ্ণ ৫৩৫

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা সুভাস সরকার (৩০) নামে ভারতীয় নাগরিককে শরীরের তাপমাত্রা বেশি থাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আগরতলার মধ্য ভুবননগর এলাকার ওই নাগরিক মঙ্গলবার সকালে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন। আখাউড়া বন্দরের নো-ম্যান্সল্যান্ডে থাকা স্বাস্থ্য পরীক্ষার দল ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি নিরূপণ করে ভারতে ফেরত পাঠিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com