আখাউড়া খরমপুর মাজারের পুকুর থেকে এক নারীর লাশ উদ্বার

১৫ মার্চ, ২০২০ : ৭:২২ পূর্বাহ্ণ ৩৮৩

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় অজ্ঞাত পরিচয়ে (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে পৌরশহরের খরমপুর কেল্লা শাহ(রা:) এর মাজার এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাসান খান খাদেম জানান, ওই নারী মাজারের ভক্ত। সকালে মাজারের পুকুরে কাপড় কাচছিলেন তিনি। এ সময় অসুস্থ হয়ে (মৃগী রোগ) পুকুরের পানিতে পড়ে যান। পরে মাজারে অন্য ভক্ত-আশেকানরা পানি থেকে তোলার আগেই ওই নারীর মৃত্যু হয়। আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, মৃগী রোগী ওই নারী মাজারের আশেকান। কয়েক দিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com