
ব্রাক্ষনবাড়িয়া।।
শ্রীশ্রী মহাদেবেশ্বর ট্রাষ্টি বোর্ড বা সেবাইত সংষের উদ্যোগে করোনাভাইরাসে থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথীবীর সকল দেশ, জাতি,ধর্ম বর্ন নির্বিশেষে সকলের কল্যানে রোগ মুক্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়।গত সোমবার মহাদেব পট্টিস্হ শিব মন্দির( মহাদেব মন্দির) প্রাঙ্গনে সাপ্তাহিক হরিবাসর অনুষ্ঠান শেষে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সারা বিশ্বে করোনাভাইরাসে রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে তাই সকলে এর থেকে মক্তি পাওয়ার জন্য এবং পৃথীবীর সকল প্রানী যেন সুখে শান্তিতে থাকতে পারে ভগবানের নিকট করজুরে প্রার্থনা করা হয়। উক্ত প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন মহাদেবেশ্বর ট্রাষ্টি বোর্ডের সভাপতি স্বপন মোদক, পরিচালক বীরমুক্তিযোদ্বা কাঞ্চন কুমার পাল,প্রবীর চৌধূরী রিপন,সদস্য গিরি কর্মকারসহ প্রার্থনা সভায় উপস্হিত লক্ষী রানী দাস,শিপ্রা রানী কর,ডাঃ এ কে নাথ,শ্যামল সাহা,গৌতম কর্মকার,সন্ধ্যা রানী শীল ও তুলসী ঘোষ প্রমুখ।