বিজয়নগর।।
সিএনজিচালিত অটোরিকশার ৫০ টাকা ভাড়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় চরইসলামপুর বাজারের মুদি দোকানি নবীর মিয়া সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাশের রামপুর বাজার থেকে তেল নিয়ে আসেন। ওই সময় তেলের কারণে অটোরিকশার দুই আসনে যাত্রী তুলতে না পারায় চালক শরীফ মিয়া প্রতি আসনের জন্য ২৫ টাকা করে মোট ৫০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।এদিকে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ায় নবীর মিয়ার ছেলে ইকবাল মিয়া অটোরিকশাচালক শরীফের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় স্থানীয় কয়েকটি ঘরবাড়িসহ দোকানে ভাঙচুর চালানো হয়।এ নিয়ে মঙ্গলবার সকালে তারা আবারও সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বিজয়নগর থানার এসআই মাহমুদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor