আখাউড়ায় এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন না থাকায় ৫হাজার টাকা জরিমানা

১৮ মার্চ, ২০২০ : ৩:৪০ অপরাহ্ণ ৪৮৯

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।এসময় তিনি ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ৫টি পরিবারের বিভিন্ন দেশ থেকে আগতদের পরিদর্শন করেন। তাদেরকে লিফলেট, মাস্ক, সেনিটাইজার ইত্যাদি বিতরন এবং পাশাপাশি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের বলেন, এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আইন অমান্য করছিল এবং সে পরিবার তথা গ্রামকে ঝুঁকির মধ্যে ফেলায় তাকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ কোয়ারেন্টাইন আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভ্রাম্যমাণ আদালতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম ও ধরখার পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com