আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শত্রুতার জের ধরে হিন্দু বৃদ্ধকে হত্যা।

সারাদেশ 18 March 2020 ৩৫৪

স্থানীয় প্রতিনিধি :- আমাদের স্থানীয় প্রতিনিধি জানান , পূর্ব শত্রুতার জের ধরে বিগত ১৫/০৩/২০২০ তারিখে নিরীহ মানুষ হিসেবে পরিচিত ধানমণ্ডি রায়ের বাজারের বাসিন্দা গঙ্গারাম সরকার কে খুন করা হয়েছে । দীর্ঘদিন থেকে প্রভাবশালী একটি মুসলিম পরিবারের সাথে হরি প্রসাদ মণ্ডলের পরিবারের সংঘাত চলছিল । এই পরিবারটির হামলা , মামলার অত্যাচারে হরিপ্রসাদ মণ্ডলের বড় ছেলেকে দেশত্যাগ ও ছোট ছেলেকে মিথ্যা মামলায় জেলহাজতে প্রেরণ করলে পুলিশি নির্যাতনে বিগত ১০/০২/২০২০ ইং জনি মণ্ডল জেল হাজতে মৃত্যু বরণ করে । হরিপ্রসাদ মণ্ডলের বেয়াই গঙ্গারাম সরকার এ হত্যার প্রতিবাদে এলাকায় সরব হলে প্রতিনিয়ত হত্যার হুমকি আসতে থাকে । তিনি এগুলো উপেক্ষা করে প্রতিবাদ অব্যাহত রাখলে তাকে ১৫/০৩/২০২০ দিবাগত রাতে বাড়ি ফেরার পথে খুন করা হয় । উল্লেখ্য যে ,গঙ্গারাম সরকারের মেয়ে শম্পা রানী সরকারের সাথে হরিপ্রসাদ মণ্ডলের বড় ছেলে পলাশ মণ্ডলের সাথে বিয়ে দেন । বিয়ের পর থেকে পলাশ মণ্ডলের উপর সাম্প্রদায়িক আক্রমণ তীব্র হলে তার মেয়ে শম্পা রানী সরকার ও একমাত্র অবুঝ নাতিকে নিয়ে দেশত্যাগে বাধ্য হয় । সেই ক্ষত নিয়ে তিনি প্রতিবাদে এগিয়ে আসলে শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হল । গঙ্গারাম সরকারের ছেলে আমাদেরকে জানান তার বাবার মৃত্যুর পর থেকে তারা আতংকে দিনাতিপাত করছেন । তিনি সরকারের কাছে ন্যায় বিচার দাবি করেছেন ।