ব্রাহ্মণবাড়িয়া শহরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে ৭০হাজার টাকা দণ্ড

১৯ মার্চ, ২০২০ : ১২:০৫ অপরাহ্ণ ৩৫৩

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া শহরে হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় দুই প্রবাসীকে পৃথকভাবে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পাইকপাড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমান করেন।অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া।এসময় তিনি বলেন, হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় ওমান প্রবাসীকে ২০হাজার ও সিঙ্গাপুর থেকে আসা একজনকে ৫০হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সাথে সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিবর্গ যদি হোম কোয়ারেণ্টাইন এর নির্দেশনা না মেনে এলাকায় চলাচল করে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার, সদর মডেল থানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করার জন্য বলা হয়।এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন সহ সদর মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের টিম শহরের কাজী পাড়া, মৌলভী পাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com