আখাউড়ায় এক গৃহবধুর লাশ উদ্বার

২৬ মার্চ, ২০২০ : ৯:০৮ পূর্বাহ্ণ ৫৭৬

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জোনাকি আক্তার(১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পৌরশহরের নারায়ণপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোনাকি উপজেলার তুলাবাড়ি গ্রামের মোস্তফার মেয়ে। গত ৬/৭ মাস আগে তার বিয়ে হয় পৌরশহরের নারায়ণপুর গ্রামের রহমান মিয়ার ছেলে শরীফের সাথে। শরীফ পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। নিহত জোনাকির চাচা মোহাম্মদ আবু শ্যামা জানায়, যৌতুকের টাকা নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি ছিল। হয়তো বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় তারা আমার ভাতিজীকে খুন করেছে। মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, পাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার গলায় দাগ পাওয়া গেছে। ময়না তদন্ত করার জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠনোর জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। মরদেহ ফেলে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়। এ বিষয়টি খুবই সন্দেহজনক। ময়না তদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com