জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের বিভিন্ন স্হানে জীবানু নাশক স্প্রে ছিটানো

২ এপ্রিল, ২০২০ : ১১:৪৭ পূর্বাহ্ণ ৪২৪

ব্রাক্ষনবাড়িয়া।।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী, জেলা ছাত্রদল নেতা মহিবুল ইসলাম ডিকন, মোকাররম হোসেন আদি, কামরুল ইসলাম ও শহর ছাত্রনেতা সিয়ামের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মহামারী( covid 19) ভাইরাস থেকে মানুষ কে মুক্ত রাখার জন্য জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া ও জেলার বিভিন্ন উপজেলায় জীবানু নাশক স্প্রে ছিটানোর কার্যক্রম হাতে নিয়েছে বলে তারা জানায়। এসময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফুজায়েল চৌধূরী বলেন এভাবেই জাতীয়তাবাদী ছাত্রদল মানবতার ডাকে দেশের যে কোনো প্রয়োজনে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা দেশ ও জাতীর সার্থে সকলে পাশে এবং ভবিষ্যতে থাকব।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com