আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে কামড়ে এক যুবকের মৃত্যু

সারাদেশ 4 April 2020 ৪১৩

আশুগঞ্জ।।

আশুগঞ্জ আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিষধর সাপের কামড়ে মোরশেদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত এগারটায় তার মৃত্যু হয়। মোরশেদ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জজ মিয়ার ছেলে। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোরশেদ তার বাড়ির আঙ্গিনার ইঁদুরের গর্তে একটি গোখরা সাপ ঢুকতে দেখে টেঁটা নিয়ে মারতে যান। গর্তের মুখে টেঁটা দিয়ে সাপের লেজে আঘাত করলে অন্য গর্ত দিয়ে বের হয়ে সাপটি তার পায়ে কামড় দেয়। এরপর মোরশেদ সাপটিকে মেরে ফেলে। শরীরে প্রচন্ড বিষক্রিয়া দেখা দিলে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত এগারটায় তার মৃত্যু হয়। শনিবার সকাল ১১টায় তার জানাযা শেষে ভবানীপুর কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।