নাসিরনগরে এক সাবেক ইউপি সদস্য খুন

৪ এপ্রিল, ২০২০ : ১০:৫৬ পূর্বাহ্ণ ৩৯০

নাসিরনগর।।

জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে দুই বারের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল ওরুফে মস্তু মিয়া খুন হয়েছেন। গত ৩ এপ্রিল শুক্রবার রাত্র অনুমান ১০টার সময় এই ঘটনা ঘটে। গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজহার উদ্দিন ও ইউপি সদস্য মোঃ জাহিদ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তারা বলেন, প্রতিবেশী লোকজন তাকে বিচারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে। এসময় তিনি অসূস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে এস,আই পঙ্কজ রায় ফোন রিসিভ করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষযে এখনো কোনো মামলা হয়নি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com