ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোডে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ৫রাউন্ড কার্তুজ সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত শামসু মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হক (২৪) একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আসিফ (১৮)। বিকেলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়। অভিযানে বলা হয়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কান্দিপাড়া এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভিতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের পাওয়ার হাউস রোডে অভিযান চালায়। এসময় দুই যুবককে আটক করে তল্লাশি করে একটি পাইপগান ও ৫রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor