
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র আইনজীবী, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পিপি এডভোকেট এস,এম ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ সোমবার সকাল ৭ টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আনার পর নামাজে জানাজার সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এদিকে তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে।