বিজয়নগরের মনিপুরে সেমাই ও খাদ্য সামগ্রী বিতরন করলেন এমদাদ-সিরাজ

৯ এপ্রিল, ২০২০ : ১:২৪ অপরাহ্ণ ৪১০

বিজয়নগর।।

বিজয়নগরে মনিপুর বাজারে আজ বিকালে নিজস্ব উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক এমদাদুল বারী ও বিজয়নগর জাতীয় পার্টির যুগ্ন-আহব্বায়ক সিরজুল ইসলাম সিরজ আকরাম তারা দুজন ব্যাক্তিগত উদ্যোগে শবেবরাতে অসহায়,দুস্হ ও সাধারন মানুষের মাঝে সেমাই,চিনি,দুধ ও কিসমিছ করোনার মহামারিতে কিনতে পারেনায় তাদের মাঝে বিতরন করেন।এসময় উপস্হিত ছিলেন পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভািতি সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।তারা দুজন কোন প্রচার প্রচারনা ছারাই নীরবে এই করোনার মহামারিতে খাদ্য সামগ্রী নিয়ে ত্রান বিতরন করে যাচ্ছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com