
বাঞ্ছারামপুর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারারমপুরে মায়ের গহনা বিক্রি ও জমানো টাকা দিয়ে রাতের আধারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা পৌর সভার প্রত্যেক অসহায় পরিবার ও খাদ্য সংকটে থাকা ছাত্রলীগ সহ সকল নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে গতকাল বুধবার রাতে খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে পৌছে দিলেন ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ। তার এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আওয়ামী অঙ্গ সংগঠন সহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ বলেন, আমার মায়ের আর্থিক সহযোগীতা এবং উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি ভাইয়ের অনুপ্রেরণায় আমি অসহায় কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমি দেশের সকল ছাত্রলীগ নেতাকর্মীদের আহবান জানাই আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অস্বচ্ছল ছাত্রলীগ সহ সমাজের নিম্নআয়ের পরিবারের খোজ খবর নিয়ে তাদের ঘরে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেন। এসময় উপস্থিত ছিল উপজেলা শ্রমীকলীগ সভাপতি সৈয়দ মো: আজিজ, পৌর কাউন্সিলর মো: শাহিন বেপারি, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা প্রমূখ।