আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

১০ এপ্রিল, ২০২০ : ১:৪৮ অপরাহ্ণ ৫৬৭

ব্রাহ্মণবাড়িয়া।।

 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৮) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল উপজেলার সোহাগপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। তারা একই পাড়ার বাসিন্দা সাদির মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, দুপুর থেকে দুই বোন সাদিয়া ও সামিয়াকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই বোনের ভাসমান অবস্থায় নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিক তাদের শহরের রেলগেট এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com