ঢাকা।।
সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনাভাইরাস সংক্রমণরোধে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। করোনার কারণে চতুর্থবারের মতো ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন বিষয়টি উল্লেখ করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এতে পাঁচটি নির্দেশনা পালনের শর্তে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১১ দিন ছুটি বাড়ানো হয়েছে। উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরীত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়। সেইসঙ্গে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো। বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। করোনার কারণে চতুর্থবারের মতো বাড়ানো ছুটি প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, এ ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন পাঁচটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে এই প্রজ্ঞাপনে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor