
ব্রাক্ষনবাড়িয়া।।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারী ও নাসিরনগরে এক প্রবাসীর রিপোর্ট পজিটিভ এসেছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢাকা থেকে জানানো হয়েছে নাসিরনগরের প্রবাসী ও আখাউড়ার নারীর রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৯ এপ্রিল ভোররাতে ৪০ বছর বয়সী ওই নারী জ্বর ও সর্দি-কাশি নিয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি রাণীখার গ্রামে আসার পর থেকেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু তিনি ভয়ে নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি। মারা যাওয়ার পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করে। এর আগে, গত ৭ এপ্রিল নাসিরনগর উপজেলার জেষ্ঠা গ্রামে শ্বশুর বাড়িতে এসে মারা যায় এক মালয়েশিয়া ফেরত প্রবাসী। সে উপজেলার পূর্বভাগের বাসিন্দা ছিলেন। রোববার তাদের দুইজনের রিপোর্ট আসার পর তারা করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়।