
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে আটকাপড়া আরো ১০ জন বাংলাদেশি নাগরিক গত বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। ভারত থেকে ফেরা ১০জনের মধ্যে ৭জন গোপালগঞ্জ এবং ৩জন কুমিল্লা জেলার বাসিন্দা। পরে তাদেরকে আখাউড়া স্থল বন্দর থেকে জেলার বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টিনে পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ এস.আই আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই ১০ বাংলাদেশি নাগরিক দেশে আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করে তাদেরকে শূণ্যরেখায় রাখা হয়। পরে স্বাস্থ্য বিভাগকে খবর দেয়া হলে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদেরকে বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টিনে নিয়ে যান। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার। এদিকে খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী স্থল বন্দরে ছুটে যান। তাঁরা ভারত থেকে আসা ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। উল্লেখ্য এর আগে গত ৭ এপ্রিল ভারতে আটকে পড়া ছয় বাংলাদেশী আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফেরার পর তাদেরকেও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।