আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জানাজায় লোকসমাগমের বিষয়ে তদন্ত কমিটি গঠন

সরাইল 19 April 2020 ৪১৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বেড়তলা জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে সরকারের লকডাউন নির্দেশনা অম্যান্য করে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগমের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘঠনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) কে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপমহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এআইজি মো. সোহেল রানা বলেন, কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)। কমিটিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।