
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বেড়তলা জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে সরকারের লকডাউন নির্দেশনা অম্যান্য করে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগমের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘঠনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) কে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপমহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এআইজি মো. সোহেল রানা বলেন, কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)। কমিটিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।