পা কেটে মোবারককে হত্যার চাঞ্চল্যকর প্রধান সহযোগী আসামী জুয়েল আটক

২০ এপ্রিল, ২০২০ : ৩:৪০ অপরাহ্ণ ৩৯৮

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন দুই পক্ষের সংঘর্ষকালে পা কেটে মোবারককে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান সহযোগী আসামী জুয়েল (৩৫) কে আটক করেছে র‌্যাব-১৪। সোমবার ২০ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রাম থেকে তাকে আটক করে র‍্যাব।
আসামি জুয়েল নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর (হাজিরহাটি) গ্রামের জীবন মিয়ার ছেলে।এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউসার মোল্লার মধ্যে কয়েক বছরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে এলাকায় উভয় পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হয়েছে।১২ এপ্রিল রোববার সকালে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয় পড়ে। কাউসার মোল্লার পক্ষের লোকজন চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়ার (৪৫) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে পায়ের বিচ্ছিন্ন অংশ নিয়ে গ্রামে উল্লাস করা হয়। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মোবারক হোসেন’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ১৪ এপ্রিল ২০২০ ইং তারিখ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও প্রধান সহযোগী আটক আসামী জুয়েলকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com