
বিজয়নগর।।
বিজয়নগরে করোনা ভাইরাস এ কর্মহারা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে বীরমুক্তি যোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাধির চৌধুরী এমপির সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । আজ মঙ্গলবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের এসব বিতরন করেন প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন। এসময় উপস্তিত ছিলেন দফতর সম্পাদক তানভীর অমিদ রাজিব,কার্যকরী সদস্য প্রভাষক সারোয়ার হাজারী পলাশ, শাহিন মিয়া প্রমুখ।