হতদরিদ্র ও কর্মহীনদের সহযোগিতার হাত বাড়িয়েছে নবীনগর উপজেলা প্রেসক্লাব

২১ এপ্রিল, ২০২০ : ২:০১ অপরাহ্ণ ৪২৯

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নবীনগর উপজেলা প্রেসক্লাব।আজ
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের নিকট অত্র ক্লাবের নেতৃবৃন্দ নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। প্রশাসনের পক্ষে উক্ত আর্থিক সহায়তা গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হাসান । এসময় উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সঞ্জয় সাহা, সভাপতি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এম কে জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ সোহেল মিয়া। উপস্থিত প্রেসক্লাবের নেতৃবৃন্দ করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রম পরিচালনায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com