আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ লেলিনের ১৫০ তম জন্মদিন

মুক্তমত, রাজনীতি 22 April 2020 ৬৪৭

ডেস্ক।।

পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানেই শোষিত-বঞ্চিত মানুষের সংগ্রাম, সেখানেই উচ্চারিত হয় একটি নাম মহামতি লেনিন। পূরোনাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। যদিও বিশ্বের সমস্ত মানুষের কাছে পরিচিত ভিন্ন নামে রুশ বিপ্লবের প্রানপুরুষ ভি,আই,লেনিন। জারের পুলিশকে ফাকি দেয়ার জন্য তিনি ছদ্মনাম নেন লেনিন। আজ তার ১৫০ তম জন্মদিন। লেনিন ১৯৭০ সালের ২২ এপ্রিল( রাশিয়ার পূরনো ক্যালেন্ডার অনুযায়ী- ১০ এপ্রিল) জারের শাসনামলে ভল্গা নদীর তীরে সিমবিস্ক শহরে জন্ম গ্রহন করেন। লেনিনের বাবা ইলিয়া অস্ত্রাকান ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছয় ভাই – বোনের মধ্যে লেনিন ছিলেন তৃতীয়। ্দুনিয়ার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নির্মাতা মহামতি লেনিনের জন্মদিনে অযুত শ্রদ্ধা।্লাল সালাম।