করোনা হানা দিয়েছে ৫৮ জেলায়

২২ এপ্রিল, ২০২০ : ৩:৪৩ অপরাহ্ণ ৪৫২

ঢাকা।।

করোনার হানায় একের পর এক নতুন  জেলা আক্রান্ত হচ্ছে। আক্রান্ত থেকে দূরে মাত্র ৬ জেলা। দেশের ৬৪টি জেলার মধ্যে এখন পর্যন্ত ৫৮টিতে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছে।  আক্রান্ত হওয়ার  দেড় মাসের মধ্যেই এসব জেলাকে গ্রাস করেছে প্রাণঘাতী এ ভাইরাস। আর আক্রান্তদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ করোনার রোগী শনাক্ত হয়েছে তার সমান সংখ্যক ঢাকা সিটিতে। আক্রান্ত জেলাগুলোর মধ্যে অন্তত ২১টিতে সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ থেকে যাওয়া লোকজনের মাধ্যমে। আর নারায়ণগঞ্জে সংক্রমণ হয়েছে ইতালি ফেরত প্রবাসীর মাধ্যমে। এদিকে আক্রান্ত অন্য জেলার মধ্যে কয়েকটি সংক্রমণ হয়েছে ঢাকা ও গাজীপুর থেকে যাওয়া করোনা রোগীর মাধ্যমে। বেশ কয়েকটি জেলার সংক্রমণের কারণ স্পষ্ট হওয়া যায়নি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্রণ  ও গবেষণা ইইনস্টিটিউট  (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। ২২শে  এপ্রিল পর্যন্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশে ৮ই  মার্চ প্রথম তিন করোনা রোগী শনাক্ত হয়। এই তিন জনের দু’জন ইতালি থেকে দেশে এসেছিলেন। তাদের মাধ্যমেই তৃতীয় ব্যক্তির সংক্রমণ হয়। এই তিন জনই নারায়ণগঞ্জের। এরপরই ঢাকা মহানগরীতে কভিড-১৯ শনাক্ত হয়। সেই থেকে ২২শে  এপ্রিল পর্যন্ত দেশের ৫৮ জেলায় করোনা ভাইরাস ছড়িয়েছে। এখনও পর্যন্ত চট্টগ্রাম বিভাগের রাঙামাটি ও খাগড়াছড়ি, বরিশাল বিভাগের ভোলা, রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের ঝিনাইদহ ও  সাতক্ষীরা জেলায়  করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে আজ পর্যন্ত  দেশে ৩,৭৭২ করোনার রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২২৯ জন ঢাকা সিটিতে। যা মোট আক্রান্তের ৪২ দশমিক ২০ শতাংশ। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্ত ১২৮১ জন। মোট শনাক্তের ৪২ দশমিক ৯৪ শতাংশ।  ঢাকা সিটির পরে আক্রান্তের দিক দিয়ে বেশি রয়েছে নারায়ণগঞ্জ (৫০৮ জন শনাক্ত),  গাজীপুর (২৬৭ জন শনাক্ত ), কিশোরগঞ্জ (১৪৬ জন) ও নরসিংদী (১৩৬ জন)। চট্টগ্রাম বিভাগে মোট আক্রান্ত ১৪২ জন। যা আক্রান্তের ৪ দশমিক ৭৬ শতাংশ।  সিলেট  বিভাগে ২০ জন। যা শূন্য দশমিক ৫৯ শতাংশ।  রংপুর  বিভাগে ৬০ জন। শতকরা ১ দশমিক ৭৭ ভাগ। খুলনা বিভাগে ২৪ জন। মোট শনাক্তের শূন্য দশমিক ৭১ শতাংশ।  ময়মনসিংহ বিভাগে  ১৩২ জন শনাক্ত।  যা শনাক্তের ৩ দশমিক ৯০ শতাংশ।  বরিশাল  বিভাগে ৭০ জন আক্রান্ত। যা ২ দশমিক শূন্য ৭ শতাংশ।  রাজশাহী  বিভাগে ২৫ জন করোনার  রোগী শনাক্ত হয়েছেন।  যা মোট আক্রান্তের শূন্য দশমিক ৭৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৬৮ ভাগ পুরুষ এবং ৩২ ভাগ নারী। বয়স ভিত্তিক দেখা গেছে তরুণ ও যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। ১০ বছরের  নিচে ৩ শতাংশ, ১১-২০ বছরের হার ৪ শতাংশ, ২১-৩০ বছরের হার ২৪ শতাংশ,৩১-৪০ বছরের বয়সীদের হার ২২ শতাংশ, ৪১-৫০ বছরের হার ১৮ শতাংশ, ৫১-৬০ বছরের হার ১৫ শতাংশ এবং ৬০ বছরের ওপরে ১০ শতাংশ  আক্রান্ত হচ্ছেন।  মারা গেছেন ১২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com