আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় আজ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর 22 April 2020 ৪৭৯

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন। ২২ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন চিকিৎসকসহ ৭ জন, আখাউড়া উপজেলায় ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৯। এর মধ্যে ২ জন মারা গেছেন। ১৭ জন আইসোলেশনে রয়েছেন।