
নাসিরনগর।।
নাসিরনগর উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার ২.৩০ ঘটিকায় আরেক দফায় শিলাবৃষ্টি হয়েছে । শিলাবৃষ্টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বুরো ধান সহ বিভিন্ন ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কিছুদিন পূর্বে শিলাবৃষ্টিতে সদর ইউনিয়নের পাকা ২৮ বুরো ধানের ক্ষতি হয়েছিল। তা শেষ না হতেই আবার শিলাবৃষ্টিতে কৃষকদের মনে হয় এখন ” মরার উপর খড়ার ঘাঁ “। কৃষকের মাথায় হাত।।