
বিজয়নগর।।
বুধবার বিকালে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ব্রাক্ষনবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। এ সময় কোয়ারেন্টাইনে থাকা রোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসময় তার তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো জামাল উদ্দিন, বিজয়নগর হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আশরাফুল আলম স্বপন, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, কৃষি কর্মকর্তা মো. খিজির উদ্দিন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মির্জাপুর হাওর এলাকার কৃষি জমিতে যান এবং হারবেস্ট মেশিন দিয়ে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন।