ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় ৫শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধ্যপাড়া বৃহত্তর ত্রাণ বিতরণ কমিটির পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে এসব ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও মধ্যপাড়া ত্রাণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে হাতে তুলে নেন ত্রাণ সামগ্রী। এছাড়াও বাড়িতে বাড়িতে ভ্যানের মাধ্যমে ত্রাণ সামগ্রী তালিকা অনুযায়ী পৌঁছে দেওয়া হয়। এবিষয়ে অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আমরা অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ত্রাণ কমিটি করোনা ভাইরাসের পাদুর্ভাবের মধ্যে এনিয়ে তৃতীয় ধাপে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে, পরবর্তী পর্যায়ে মধ্যপাড়ার আরও একটি মহল্লার বাসিন্দাদের ত্রাণ দেওয়া হবে। তিনি বলেন, এই কমিটি ছাড়াও আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সারা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রাস্তাঘাট-অলিগলিতে মাসব্যাপী জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আগে সচেতনতায় প্রথম দিক থেকেই মাক্স, হ্যান্ড সেনিটাইজার ও গ্লাভস সহ নানান উপকরণ বিতরণ করেছি, তা অব্যাহত আছে। মাসব্যাপী পৌর এলাকায় বিভিন্ন ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ত্রাণ কমিটির সহ সভাপতি সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান, ক্যাশিয়ার কবির হোসেন কানু, ইদন মিয়া সহ স্থানীয় বাসিন্দারা।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor