সরাইলের নিখোঁজের দুইদিন পর নৌ শ্রমিকের মরদেহ উদ্ধার

২৪ এপ্রিল, ২০২০ : ২:৫৫ অপরাহ্ণ ৩৭৯

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে ইয়াছিন (১৯) নামের এক নৌ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার অরুয়াইল মেঘনা নদীর ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ধামাউড়ার সুরুজ আলীর ছেলে। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াছিন স্টিলের বড় মাটি টানার নৌকায় শ্রমিকের কাজ করতো। গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন সহ স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীর ব্রীজের নিচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে৷ পরিবারের সদস্যরা সনাক্ত করে জানায় মরদেহটি ইয়াছিনের।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com