
কুতুরদিয়া।।
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নে লকডাউনে থাকা কর্মহীন এবং হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে এ পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখেই বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এ সময় ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লার যেসব দরিদ্র মানুষ আসতে পারেননি তাদের দরজায় এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ পরিমাণ খাদ্য সামগ্রী কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসের সহযোগিতায় মানুষের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা অডিটর এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কৃতি সন্তান দিল মোহাম্মদ এবং কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম খোকা। ত্রাণ পাওয়ায় অসহায় পরিবারের লোকগুলো সাংসদ আশেক উল্লাহ রফিককে ধন্যবাদ জানান এবং সুশৃংখলভাবে ত্রাণ বিতরণ করার জন্য ওসি দিদারুল ফেরদৌসের প্রতিও কৃতজ্ঞতা জানান।