আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নাছিরনগর 26 April 2020 ৪২৭

নাসিরনগর।।

ব্রাক্ষণবাড়িয়া ২৬ এপ্রিল ২০২০ রোজ রবিবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় উপজেলা সদরের পশ্চিম পাড়া পেপে গাছ কাটাকে কেন্দ্র করে জেঠাতো ভাইয়ের সাথ অভিমান করে এক কিশোরী অাত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত সুচন্দ্রা দাস হরেন্দ্র দাসের মেয়ে। থানা পুলিশ ও এলাকা বাসীর সাথে কথা বলে জানা গেছে, ২৫ এপ্রিল রাতে একটি ফুল গাছ নিয়ে সুচন্দ্রা দাস ও জেঠাতো ভাই ধনেঞ্জয় দাসের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সুচন্দ্রা ধনঞ্জয়ের একটি ফুল গাছ দা দিয়ে কেটে ফেলে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে দু পক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ধনঞ্জয় সুচন্দ্রার একটি পেঁপে গাছ কেটে ফেলে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি সুচন্দ্রা। ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার সময় সুচন্দ্রা রান্না ঘরে বাঁশের সাথে গলায় উড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। সুচন্দ্রা দাস ও ধনঞ্জয় জেঠাতো ভাই। নাসিিরনগ রনাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পশ্চিম পাড়ায় একজন কিশোরী আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানতে পারিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।