
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হলো ফারিয়া ২ মাসের এক শিশুর। সোমবার বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। তিনি জানান, প্রবাসী কবির মিয়ার স্ত্রী বিয়ের পর থেকেই জোস্না বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। কিছুদিন পূর্বে জোস্না বেগম স্থায়ীভাবে বসবাস করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জায়গা ক্রয় করে। তার জায়গার পাশে জসিম মিয়া নামের একজনও জায়গা ক্রয় করেন। দুইজনের পাশাপশি বাড়ি হওয়ায় প্রায়ই তাদের মধ্যে পায়ে হাটার চলাচলের রাস্তা নিয়ে তর্কবির্তক হতো। এরই জেরে ধরে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জসিম ও জোস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিমের ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে জোস্নার উপর। তখন প্রাণ বাঁচাতে জোস্না পাশের বাড়ি শাহাজান মিয়ার ঘরে আশ্রয় নেয়। সেখানেও জোস্নার উপর হামলা করে জসিমের লোকজন। তখন জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়া মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। এর কিছুক্ষণ পরই মারা যায় দুই মাসের শিশু ফারিয়া। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পায়ে হাটার রাস্তা নিয়ে দু’পক্ষের ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম তার দল নিয়ে জোস্নার উপর হামলা করে। তখন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জোস্নার দুই মাসের শিশু ফারিয়া মারা যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়েছে।