
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত প্রবাসীর আরও এক ছোট ভাইয়ের করোনা সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায়। তিনি বলেন, মারা যাওয়া ওই প্রবাসীর ছোট ভাইয়ের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পিসিআর ল্যাবে গত ১৮এপ্রিল পাঠিয়ে ছিলাম। সোমবার সকালে পাওয়া তার পিসিআর রিপোর্টে পজিটিভ এসেছে। এর আগে মারা যাওয়া ওই প্রবাসীর স্ত্রী, শিশু সন্তান ও দুই ভাইয়ের করোনা সনাক্ত হয়। তারা আইসোলেশনে আছে। এখন নতুন আক্রান্ত হওয়া ছোট ভাইকেও আইসোলেশনে পাঠানো হবে। এনিয়ে একই পরিবারের ৬জন সহ নাসিরনগর উপজেলায় ৭জনের করোনা সনাক্ত হলো। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের এক ভবঘুরের করোনা পজিটিভ এসেছে। ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামে হরিচর গ্রামে। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। সম্প্রতি ভৈরবের এক ব্যক্তির সঙ্গে তার চলেফেরা দেখে স্থানীয় লোকজন সংশ্লিষ্টদের খবর দেন। গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে যেখানে থাকেন সেখানেই অবস্থানের জন্য বলা হয়। নমুনার ফল পজিটিভ আসার পরপরই সোমবার দুপুরে স্টেশনে ছুটে যান আখাউড়ার ইউএএনওসহ হাসপাতালসংশ্লিষ্টরা। এ সময় তাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নেওয়া হয়।