
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নে ভুল বুঝিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মেম্বারের স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। উক্ত ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল ইসলাম (সফু মেম্বার) আজ বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে তিনি বলেন, তার অজ্ঞাত সারে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত ইউনিয়নের মেম্বার মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ হানিফ মিয়া, মোঃ হারিজ মিয়া, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ আম্বিয়া বেগম ও মোছাঃ হাসিনা বেগম আমাকে ভুল বুঝিয়ে মিথ্যা ভিত্তিহীন ও প্রতারণা মূলকভাবে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূইয়ার বিরুব্দে মানহানিকর অভিযোগ করেছে। তিনি এ ব্যাপারে কিছু জানেননা বলে স্বীকার করেন। এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, এটি বিষয়টি তদন্ত কমিটিকে প্রদান করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।