আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষনবাড়িয়ায় ভেজাল সফট্ ড্রিংক পাউডার তৈরির কারখানা সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া সদর 29 April 2020 ৪৯৭

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিখ্যাত পাউডার ড্রিংক ব্র্যান্ড ‘ট্যাং’ এর নাম ব্যবহার করে ভেজাল সফট্ ড্রিংক পাউডার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাই গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযানে কারখানাটি সিলগালা করা হয়। এসময় পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া সহ জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, সদ্বীপ তালুকদার ও রুনু সাহা। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া রং, আটা, চিনি ও কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সফ্ট ড্রিংক পাউডার তৈরির দায়ে কারখানাটি সিলগালা করে দেয়ার পাশাপাশি ভোক্তা অধিকার আইনে কারখানা মালিক মো. শাহিনুরকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, কারখানা মালিক শাহিনুর ১০ হাজার টাকায় বাসাটি ভাড়া নিয়ে সেটিকে কারখানা বানিয়ে ভেজাল সফ্ট ড্রিংক পাউডার তৈরি, বিভিন্ন ব্র‍্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল তেল ও চা পাতামোড়কীকরণ করে আসছিল। তার এসব ভেজাল দ্রব্য ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জের ভৈরবে বাজারজাত করা হয়।তিনি বলেন, ওই কারখানায় কোনো প্রকার সরকারি অনুমোদন ছিল না। বিএসটিআইয়ের অনুমোদন ও ল্যাব-টেকনিশিয়ান কিছুই নেই। কারখানাটি নোংরা ও অপরিস্কারও ছিল।