
কসবা।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে দুই জা মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার সারোয়ার হোসেনের স্ত্রী খুকি আক্তার (২৫) ও সারোয়ার হোসেনের ভাই মনির হোসেনের স্ত্রী সুইটি আক্তার (৩০)। স্থানীয়রা জানায়, সুইটি ও খুকি দুই জা একটি ছাউনি ঘরে ধান সিদ্ধ করছিলেন। এসময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে হঠাৎ বজ্রপাতে দুইজন অচেতন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে প্রশাসন থেকে সহায়তা করা হবে।