আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক নারী করোনায় আক্রান্ত

বিজয়নগর 1 May 2020 ৫২৯

বিজয়মগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শুক্রবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই নারী আশুগঞ্জ উপজেলা থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম স্বপন বলেন, আজ দুপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক নারীর রেজাল্ট করোনা পজিটিভ পাওযা গেছে। আক্রান্ত নারীকে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালের আয়সোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।