আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষনবাড়িয়ায় এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর 3 May 2020 ৪৬৬

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে ওই চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে।্করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় ৩০ এপ্রিল ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। তরুণ ওই চিকিৎসকের পদায়ন জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে বর্তমানে তিনি জেলা কারাগারে সংযুক্ত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ রোগীদের চিকিৎসা দিতে গিয়েই ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হবে।