আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া সদর 5 May 2020 ৬৫১

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণের স্থলে দুই গোষ্ঠী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থলিয়ারা গ্রামের একটি মাঠে সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলি’র নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ বিতরণের শেষ দিকে স্থানীয় বাদুরের গোষ্ঠীর নূর মিয়া ও জাহের ভূইয়ার গোষ্ঠীর দুইজনের মধ্যে তর্কবির্তক ও ধাক্কাধাক্কি হয়। এরই জেরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ করতে প্রস্তুতি নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ এড়াতে পুলিশ ১০রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অতি পুলিশ মোতায়েন করা হয়।