
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুরে রাস্তার সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- আলামিন মিয়া (৩০) সালাম মিয়া (৭০) রহিম মিয়া (৬৫) ফিরোজা বেগম (৫০) আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সালাম মিয়ার ও আলামিন মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় ভিটিদাউদপুর নিমেরটুঠার রহিম মিয়ার সাথে রাস্তার সীমানা নিয়ে প্রতিপক্ষ শরিফ মিয়ার সাথে বাগবিতণ্ডা হয়। এই বাগবিতণ্ডার জেরেই শরিফ মিয়ার লোকেরা রহিম মিয়ার উপর হামলা করেন। পরবর্তীতে এটি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে রহিম মিয়াসহ তার পরিবারের নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে শরিফ মিয়ার গোষ্টির লোকেরা। পরে আহতদের আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।