আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে সাড়ে ৪৮ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক এক

বিজয়নগর 12 May 2020 ৫৩৪

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাড়ে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ সোহেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ মে) সকালে জেলার বিজয়নগরের চর ইসলামপুরে বাসির মিয়ার দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে এই মাদক উদ্ধার করে র‌্যাব সদস্যরা। আটককৃত সোহেল মিয়া জেলার বিজয়নগর উপজেলার বুটাংবাড়ী এলাকার আব্দুল হক মিয়ার ছেলে। ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে জেলার বিজয়নগর থানাধীন চর ইসলামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় ইসলামপুর এলাকায় বাসির মিয়ার দোকানের সামনে কাঁচা রাস্তার উপরে একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাসী চালায় র‌্যাব সদস্যরা। পরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ সোহেল মিয়াকে আটক করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২২ লাখ ৫৫ হাজার টাকা। আসামী সোহেল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।