
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা যায়। জানা যায়, বুধবার ঢাকা থেকে জেলায় বেশ কিছু পিসিআর রিপোর্ট এসেছে। এই রিপোর্টে দুইজন পজিটিভ এসেছে। তারা হলেন সদর উপজেলার সুহিলপুরের মধ্যপাড়ায় ইতিমধ্যে আক্রান্ত হওয়া হাসপাতালের স্টাফের মা ও তার ৫বছরের কন্যা শিশু৷ তাদের আইশোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে। এনিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত ৬২জন সনাক্ত হলো। এর মধ্য ৩৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।