আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মহিলা মেম্বার নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ।। এক বছরের কারাদন্ড

বিজয়নগর 13 May 2020 ১০০০

বিজয়নগর।।

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, গোপন সংবাদের খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলি জব্দ করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দেন।