
ব্রাক্ষনবাড়িয়া।।
আগামী ১০ রোজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনেরা ভালোবাসায় পাবে সেহরীর রান্না করা খাবার। ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন চৌধুরী নেসার এর ব্যবস্থাপনায় দু,একজন সুজন এ কার্যক্রম পরিচালনা করবেন। আজ বুধবার রাতে সেহরীর খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়েছে।এসময় অর্ধশত মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়। চৌধুরী আফজাল হোসেন চৌধুরী নেসার জানান,করোনা সংকটের কারণে সর্বত্র চলছে লকডাউন। এ কারণে জেলা সদর হাসপাতালের আশ-পাশের সকল হোটেল-রেস্তোরা বন্ধ। ফলে সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে যেসকল স্বজন রাত কাটাবেন তারা কিনেও সেহরী খেতে পারবে না। এমনকি লকডাউনের কারণে নিয়মিত বাড়ি থেকেও খাবার আনতে পারবে না। এ জটিল সমস্যাটির কথা মাথায় রেখে আমরা সেহরীর খাবার রোগীদের স্বজনদের মধ্যে ভালোবাসার সাথে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।
তিনি আরো জানান,করোনা সংকট শুরু হওয়ার পর থেকে প্রায় ২৬ দিনে জেলা সদর হাসপাতালের রোগীদের স্বজনদের দুপুরের খাবার পৌঁছে দেয়া হয়। এই অসাধারণ মানবিক কর্মসূচীর সাথে আজ উপস্থিত থেকে সংহতি জানিয়েছি জেলা আওয়ামীলীগ কার্যকরী সদস্য ও মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম,আমি ও সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম।