আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই

জাতীয় 14 May 2020 ৮৭৩

ঢাকা।।

বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান ডেইলি বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হার্টের সমস্যার পাশাপাশি ৮৩ বছরের এই অধ্যাপক কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৯ মে ওই হাসপাতাল থেকে তাকে সিএমএইচ এ নেয়া হয়। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছেন। নিজের বর্ণাঢ্য কর্মজীবনে নানা সফলতা পেয়েছেন এই গুণী শিক্ষক।