আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

নবীনগর 14 May 2020 ৫৫৮

নবীনগর।।

নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী কামরুন্নাহার রিনা করোনার উপসর্গ নিয়ে গতকাল বুধবার রাত বারোটার সময় মৃত্যু বরন করেন। জানা গেছে, নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের হাবিবুর রহমানের কন্যা স্বাস্থ্য সহকারি কামরুন্নাহার রিনা (২৬) দীর্ঘদিন যাবত জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু গত দুইদিন যাবত তার জ্বর ঠান্ডা কাশি ও শ্বাস কষ্ট শুরু হওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এবং করুনার উপসর্গে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন – তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ছিল কি না সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি ঢাকা পাঠানো হয়।