
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের বাদ্যকর পাড়ার মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবককের ৪৭ রাউন্ড গুলি ও একটি রিভলবারসহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৫/০৫) সন্ধ্যায় নবীনগর পশ্চিম ইউনিয়ন ফতেহপুর গ্রামের মো.মোহন মিয়ার বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। চাঁদা দাবিতে পৌর সদরের বাদ্ধকর পাড়ার মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবককে বৃহসপতিবার সন্ধ্যায় নবীনগর ও ঢাকা গাজীপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে আজ উপজেলার ফতেহপুর গ্রামের ওই বাড়িতেে উদ্ধারের এ অভিযান চালায় পুলিশ। অস্ত্র উদ্ধারকালে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির এক গৃহবধুকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার (১২/০৫) রাতে নবীনগর বাজারের ‘মার্সেল এক্সকুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের বাড়িতে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়ে ওই চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। ছোঁড়াকৃত গুলি দুটি ঘরে থাকা টিভিতে পড়ায় বেচেঁ যায় ঘরের মানুষজন। পরে তাদের আত্মচিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ১৫ লাখ টাকা নিতে আবারো আসবে বলে বাড়ির মালিককে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরাএ ঘটনায় বাড়ির মালিক থানায় মামলা করে।